কোম্পানীগঞ্জে বাদলের আরেক অনুসারী গ্রেফতার।
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর বাদলের আরেক অনুসারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত মো.আলাউদ্দিন (৪২) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের ছায়েদুল হকের ছেলে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুর পৌনে ১২টায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুদ্দিন আনোয়ার এস তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, বুধবার দিবাগত রাতে নোয়াখালী পুলিশের গোয়েন্দা শাখা ডিবি ও কোম্পানীগঞ্জ থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করে।
ওসি সাইফুদ্দিন বলেন, বৃহস্পতিবার দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। কোম্পানীগঞ্জে আ.লীগের দুই গ্রুপের মধ্যে চলমান সংঘাতের ঘটনার একাধিক মামলার আসামি সে।
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে বাদলের দুই অনুসারী ও কাদের মির্জার দুই অনুসারীকে গ্রেফতার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে ডিবি পুলিশ।