সাকিব উদ্দিন, রংপুর সদর প্রতিনিধিঃ উত্তরাঞ্চলের সাংবাদিক গড়ার কারিগর এবং রংপুর থেকে প্রকাশিত দৈনিক দাবানলের সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম মোস্তফা বাটুল আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপর পৌনে ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
সাংবাদিক বাটুলের ছেলে গোলাম মোস্তফা সারোয়ার অনু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তার বাবা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। গত সোমবার (৩১ আগস্ট) শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় তিনি মারা যান।
তার মৃত্যুতে তাজহাট থানা প্রেসক্লাব,রংপুর।
এর সকল সাংবাদিকগণ গভীর শোক প্রকাশ করেছেন।
এএসবিডি/আরএইচএস