কবিতার নাম” আলগী “
লেখকঃজাকির সিকদার,,
ঐ দেখা যায় আলগী
ঐ আমাদের গাঁ,
ঐ খানেতে বাস করে
গরীব দুঃখের সন্তান।
তুমি যাবে ভাই
আমাদের ছোট গাঁয়,
দেখিবে সেখানে গরীব আর গরীব
হাত বাড়ালেই দুঃখের ঘরের অভাব নেই।
গেছিল সেখানে বিটিভির হিমু সাংবাদিক
দেখিল স্কুলে শিশুরা কেন ঝড়ে পড়ে?
খাবার অভাবে আসেনা ছাত্র
আলগী স্কুলে।
তুমি যাবে ভাই আমার গ্রামে
দেখিবে সেখানে শতখানায় ঘর আর ঘর,
ডাকলে আসেনা অসহায় যারা
সরকারের তালিকায় নাম নাই ঘরের তারা।
এখানো এক পায় দাড়িয়ে আছে
চার হাজার মানুষর মাত্র স্কুলখানা।
দেখিবে শুধু বরাদ্ধ আর বরাদ্ধ
গরীবের নাম শতজনা,
লিস্ট দেখেলেই পেট ভরে যাবে খাই খাই পার্টি যারা।
আসল কথা বলি আমরা অবহেলিত
আলগী গ্রামবাসী।
স্বরচিত কবিতা,
জাকির সিকদার,
সম্পাদক
রাজাপুর কাগজ