বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :

ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়াতে শোকের মাতম।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়াতে শোকের মাতম।

জাকির সিকদার, ঝালাকাঠিঃ
জেলার রাজাপুর বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী অরুন মন্ডলের পুত্র ও ঠিকাদার মনি মন্ডলের ভাতিজা গলায় ফাঁস দিয়ে আশীষ মন্ডল মারা গেছে । সোমবার ২ আগস্ট সকালে সিঙ্গাপুরে কর্মস্থল Kallang MRT Station (EW10) নিকটবর্তী কনষ্ট্রাকশন সাইডে তিনি মৃত্যু বরন করেন। সিঙ্গাপুরের একটি সূত্র নিশ্চিত করেছে আশীষ মন্ডল কনষ্ট্রাকশন সাইডে শ্রমিকদের আবাসিক ভবনে বসবাস করতেন। সেখানেই তিনি ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ইতিমধ্যে সিঙ্গাপুর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। আশিষ রাজাপুর পাইলট উচ্চ বিদ্যাল থেকে ২০০৫ সনে এসএসসি পাশ করে নির্মাণ শ্রমিকের কাজ নিয়ে সিঙ্গাপুরে যান। বর্তমানে আশীষ মন্ডল এক সন্তানের জনক ছিলেন। নিহতের চাচা মনি মন্ডল জানান মৃতদেহ সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে। সদালাপী আশীষ মন্ডলের মৃত্যুতে পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া।

অপরদিকে,
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নে সাবেক ছাত্রী আন্তঃসত্বা মর্জিনা করোনায় মৃত এবং রাজাপুরের আশীষ মন্ডল সিঙ্গাপুরের গলায় ফাঁসি দিয়ে ২ আগস্ট  মৃত্যু হয়েছে। আশীষের এক সন্তান রয়েছে। মর্জিনার গর্ভে সন্তান রয়েছে, সে করোনায় আক্রান্ত হওয়ার পরে মারা গেছে।
জানা গেছে এ দু’জনেই অকালে মারা সন্তান রেখে মরে যাওয়াতে শোকের ছায়া নেমে এসেছে তাহাদের পরিবারের।
উল্লেখ্য,বড়ইয়া ডিগ্রি কলেজের প্রাক্তন মেধাবী ছাত্রী সকলের অতি প্রিয় চেনামুখ তথা কাঠালিয়া উপজেলার পশ্চিম সিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মর্জিনা আক্তার(অন্তঃসত্ত্বা)  ১ আগষ্ট ‘২১ সোমবার রাতে  করোনা আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করে ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আমরা বড়ইয়া ডিগ্রি কলেজ পরিবার মর্জিনার মৃত্যুতে গভীরভাবে ব্যথীত, শোকাহত এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তার শোকাহত মা-বাবা, স্বামী, ভাই-বোনসহ অসংখ্য শুভাকাঙ্খীকে শোক শোক কাটিয়ে উঠার তৌফিক দান করুন এবং ধৈর্য ধারন করার তৌফিক দান করুন।
  মর্জিনাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন, আমিন।
 নিচে( অসুস্থ অবস্থায়
তার সহকর্মীদের কাছে লেখা শেষ দোয়ার দরখাস্ত।
এছাড়া রাজাপুরের আলগী সিকদার বাড়ির গফুর সিকদার মারা গেছে। সে ৯০ বছরের বৃদ্ধ। তার বড় ছেলে ডাঃ গোলাম সরোয়ার সিকদার বরিশালের সাবেক শেবাচিম মেডিকেলের ডাক্তার বাট শোকাবহ পরিবার। মরহুমের ছোট ছেলে মহাসিন সিকদার বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিঃস্টার।শোকাহত পরিবার তথা আলগীবাসী।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102