মোঃ আরমান হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনে দিনাজপুর একাডেমি প্রাঙ্গণে ‘বৃক্ষরোপন কর্মসূচি’র উদ্বোধন করা হয়েছে।
৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে একটি গাছ রোপন করে ‘বৃক্ষরোপন কর্মসূচি’র উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান আব্বাসী, দিনাজপুর একাডেমির’র পরিচালনা পর্ষদের সভাপতি চিত্ত ঘোষ, প্রধান শিক্ষক লক্ষ্মী কান্ত রায়, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আটিস্ট, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, দিনাজপুর কলামিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হামিদুল হক টিপু ও স্কুলের ব্যবস্থাপনা পরিষদের সদস্যসহ অন্যান্য শিক্ষকবৃন্দ প্রমুখ।
মুজিব জন্মশত বার্ষিকী উদযাপনে বৃক্ষরোপন কর্মসূচিকে কেন্দ্র করে দিনাজপুর একাডেমি মাঠ চত্বরে শতাধিক গাছের চারা রোপন করা হবে বলে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জানান।
এএসবিডি/আরএইচএস