কবিতাঃনিগূঢ় নির্দেশনা…
লেখকঃনাজনীন আক্তার।
বিশ্বাস বঞ্চিত আঁধারো ছায়ায়
আচ্ছন্ন হৃদয়ের নির্মম বেদনায়
আহত বিস্ময় প্রকাশ করবো না কোনদিন
সেই গোপন আহাজারির অদ্ভুত মূর্ছনায়
জল তরঙ্গে মেঘ কাঁদে বৃষ্টি বেদনায়
নির্বাসন দিলে অন্ধকারের তীব্র পিপাসায়
শান্তির সভায় জ্বলে আজ ফরমালিনের চাষাবাদ
আজ আর নেই কোথাও বিশুদ্ধ বিশ্বাস
তাই হৃদয়ের কলরবে সর্বনাশের আভাস
বাতাসের শরীর জুড়ে আছে একাকীত্বের ফাঁদ
জনশূন্য শহর কোথাও নেই কেহ
শত সহস্র অভিমান অপূর্ণতায় কাঁদে
কাজল ধোঁয়া আঁখি কাঁদে কালে মহাকালে
শত অপূর্ণতায় নিঃশব্দে ফেলে যায় দীর্ঘশ্বাস
হাজার বার চাইলেও আসেনা স্নিগ্ধ সুবাস
জৈবিক চাওয়াটাই তোলে আলোড়ন
ব্যর্থতার গ্লানি নিরব আর্তনাদে কাঁদে হু হু ক্রন্দনে
প্রচ্ছদের নীল ঢেউ এ ভাবনার সিঁড়ি বেয়ে
নিবিড় নিরলে দোসর রাতের বাসর প্রাতে
হৃদয়ের পরিত্যক্ত ক্যানভাসে
মহাসংকটে বাজে আজ বাঁধহারা লহর
শূন্যে খাঁচা বিয়োগান্ত অধ্যায়ে
প্রেম নাকি অভীশাপ্ত যন্ত্রণা উন্মুক্ত স্পর্শ।
এখন বাতাসের ঠোঁট ভরে আসে নিগূঢ় নির্দেশনা।