১৪দিনের কঠোর লকডাইন অভিযান পরিচালনা করলেন চৌদ্দগ্রাম উপজেলা নিবার্হী অফিসার।
লুৎফুর রহমান রাকিব,কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলা চিওড়া বাজারও ধোড়করা বাজার ও চিলপাড়া কিছু চিএ দেখা যায় মানুষের চূড়ান্ত রকমের অসচেতনতা লকডাউনের বিধিনিষেধের তোয়াক্কা না করা সর্বোপরি রাষ্টীয় আইনকে বৃদ্ধাঙ্গুলে দেখানোর কিছু নমুনা মাএ সকাল থেকে সন্ধ্যা সাড়ে সাতটায় ও দিব্যি কাঁচাবাজার মুদি দোকান খোলা।
আমাদের দেখে তরিতরকারি রেখে পলায়ন অত:পর ওয়েট মেশিন জব্দ করে নিয়ে আসে। আজও অভিযানের পরিচালনা করলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম মনজুরুল হক তিনি আরো আপনার দেশের মানুষকে বাচাঁন ও নিজে বাসুন। আমরা প্রশাসন কে বলি আরও কঠোর হতে হবে।