সুবর্ণচরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর।
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচরে পুকুরের পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত নাফিসা (২) চরবাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো.নুর নবীর মেয়ে।
সোমবার (২৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রাকিয়া মেইল সংলগ্ন নুর নবীর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,খেলাধুলা করার সময় দুই বছর বয়সী নাফিসা পরিবারের সদস্যদের অগোচরে ঘরের পাশে পুকুরের পানিতে পড়ে যায়। এরপর তাকে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন।