বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত।
মেহেদী হাসান রিপন,(বাঘারপাড়া,উপজেলা)প্রতিনিধিঃ
যশোরের বাঘারপাড়া উপজেলা রায়পুর বাজার সংলগ্ন সিলুমপুরে বরযাত্রীতে যাওয়ার পাথে মটর সাইকেল থেকে কাঁদায় স্লিপ করে মটর সাইকেল থেকে পড়ে ৩জন আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের রাসেল মাহমুদ(২৮),জুবায়ের হোসেন (২৩),রফিকুল ইসলাম(২২)।
আহত ৩জনের মধ্যে রফিকুল ইসলাম সবচেয়ে গুরুতর ভাবে আহত হয়েছেন,তার একটি পায়ে ২টি ভাঙা দিছে এবং তিনি এখন পর্যন্ত যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এবং বাকি দুইজন রাসেল মাহমুদ ও জুবায়ের হোসেন চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়ীতে আছেন।