আমার তুমি চাই।
লেখকঃসাবিনা সিদ্দিকী শিবা।
আমার একটা তুমি চাই,
আমার অস্তিত্বের সাথে বসবাস করার জন্য
আমি তীব্রশীতে এলোমেলো ঘুমিয়ে থাকলে,
গায়ে কম্বল জড়িয়ে দেয়ার জন্য।
প্রচন্ড গরমে কপাল চুইয়ে ঘাম পড়লে,
আলতো করে গোলাপি টিস্যুতে ঘাম মোছার জন্য।
আমার একটা তুমি চাই,
এলোমেলো ভাবে শাড়ি পড়ার সময়,
শাড়ির কুঁচি গুলো ভাজ করে দেয়ার জন্য।
কপালের বাঁকা টিপ ঠিক করার জন্য একটা তুমি চাই,
যে নিজের চোখ দু’টি আতস কাঁচে মতো আয়না বানিয়ে চুলে রঙ্গনের তোড়া গুজে দিবে।
আমার একটা তুমি চাই,
মাঝরাতে ঘুম ভেগে বেলকনিতে বসে,
রূপকথার চাঁদের বুড়ির গল্প শোনয়বে,
তীব্র কফির তৃষ্ণা পেলে একটি কাপ হাতে তুলে দিবে।
সেই কাপে থাকবে তার ঠোঁটের আলতো ছোঁয়া,
এই তুমিটা ছাড়া আজকাল আমি ডিপ্রেশনে ভুগছি,,,,,