নানার বাড়িতে প্রাণ গেল ভাই-বোনের।
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী সদরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হলো, নোয়াখালী পৌরসভা এলাকার আনছার উদ্দিনের মেয়ে জান্নাতুল মাওয়া মাহি (৮) সদরের দেবীপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে মো. আফজাল হোসেন (৮)। তারা দুজনই সম্পর্কে খালাতো ভাই-বোন ছিল।
গতকাল বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুর দেড়টায় উপজেলার কাদির হানিফ ইউনিয়নের করিম পুরিয়াগো বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত দুই শিশু পরিবারের সদস্যদের অগোচরে ঘরের পাশে পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজি এক পর্যায়ে পুকুর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাহেদ উদ্দিন জানান, ঈদুল আজহা উপলক্ষে নানার বাড়িতে বেড়াতে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে জেনেছি। তবে এ অপমৃত্যুতে থানায় কোন অভিযোগ দেয়নি নিহতের স্বজনেরা।