প্রশাসনের বাঁঁধা টপকিয়ে শোলমারি গেটের খুটি উঠালো এক জনপ্রতিনিধি।
অয়ন সরকার, খুলনা ডুমুরিয়ায়ঃ
প্রশাসনের বাঁঁধা টপকিয়ে শোলমারি গেটের খুটি উঠালো এক জনপ্রতিনিধি।
খুলনার ডুমুরিয়া উপজেলার ঝুঁকিপূর্ন শোলমারি গেটের উপর পাউবোর পুঁতা ভারিযান চলাচলের খুটি উটিয়ে ফেলেছে এক ভাটা ব্যবসায়ী।
গতকাল শনিবার বিকালে স্থানীয় এক জনপ্রতিনিধির উপস্থিতিতে প্রশাসনকে ভুল তথ্য দিয়ে একাজ করা হয়েছে। বালি ও ইটের ট্রাক চলাচলের সুবিধার্থে একাজ করা হয়েছ।