সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৩ অপরাহ্ন

নোয়াখালীতে করোনায় ২৪ ঘন্টায় ৪জনের মৃত্যু।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১

নোয়াখালীতে করোনায় ২৪ ঘন্টায় ৪জনের মৃত্যু।

 

 

নোয়াখালী প্রতিনিধিঃ

 

 

নোয়াখালী ১২০শয্যা বিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪জন মৃত্যু হয়েছে। যার মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী। এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ১৫৭জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তের হার শতকরা ২৮দশমিক ৮ শতাংশ।

শনিবার সন্ধ্যায়  শনাক্তের বিষয়টি জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার ও চারজন মৃত্যুর বিষয়টি নোয়াখালী  কোভিড ডেডিকেটেড ১৯ হাসপাতালের ইনচার্জ ডা. নিরুপম দাশ নিশ্চিত করেছেন।

কোভিড ডেডিকেটেড হাসপাতালের ইনচার্জ ডা. নিরুপম দাশ বলেন, গত ২৪ঘন্টায় কোভিড হাসপাতালে আরও চার জন রোগি মারা গেছেন। এদের মধ্যে দুুইজন বেগমগন্জে দুুই   জন ও সদর উপজেলায়  দুইজন। এছাড়া এদিন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬জন রোগি, আর সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ১৮জন। হাসপাতালে ৩৪জন পুরুষ ও ৪৮জন নারীসহ ৮২জন বর্তমানে চিকিৎসা নিচ্ছেন।

ডা. মাসুম ইফতেখার জানান, জেলার তিনটি পিসিআর ল্যাবে সর্বশেষ ৫৪৫টি নমুনা পরীক্ষা করে ১৫৭জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সদরে ৪২, সুবর্নচরে ২, হাতিয়ায় ২,  বেগমগঞ্জে ১৮, সোনাইমুড়ীতে ৮, চাটখিলে ২০, সেনবাগে ১৪, কোম্পানীগঞ্জে ৩৬ ও কবিরহাট উপজেলায় ১৫জন রোগি রয়েছেন। জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩হাজার ৬৫৬জন। যার মধ্যে সুস্থ্য হয়েছেন ৮হাজার ২৮০জন রোগী। আইসোলেশনে রয়েছেন ৫হাজার ২১৪জন রোগী।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102