সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন

গণমানুষের পাশে থাকবে কক্সবাজার জেলা আওয়ামিলীগ- মেয়র মুজিবুর রহমান।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
গণমানুষের পাশে থাকবে কক্সবাজার জেলা আওয়ামিলীগ- মেয়র মুজিবুর রহমান।
এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ, কক্সবাজারঃ
করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের ত্রাণ সহায়তা প্রদানের লক্ষ্যে কক্সবাজার জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ সভা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক এড. রনজিত দাশের সঞ্চালনায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা এড. বদিউল আলম সিকদার, রেজাউল করিম, আশেক উল্লাহ রফিক এমপি, খোরশেদ আলম কুতুবী, এড. তাপস রক্ষিত, ড. নুরুল আবছার, এম.এ. মনজুর, মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর, শ্রমিকলীগ সভাপতি জহিরুল ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী, ছাত্রলীগ সাধারণ সম্পাদক মারুফ আদনান, মৎস্যজীবী লীগ সভঅপতি আজিজুল হক চৌধুরী প্রমুখ।সভাপতির বক্তব্যে মুজিবুর রহমান বলেন, আওয়ামীলীগের জন্ম হয়েছে গণ মানুষের অধিকার আদায় ও সমস্যা সমধানের জন্য। জন্ম লগ্ন হতেই আওয়ামী লীগ গণ মানুষের সাথে আছে। যখনই মানুষ সমস্যায় পড়েছে তখনই আওয়ামী লীগ নেতাকর্মীরা এগিয়ে এসে মানুষকে রক্ষা করেছে। তিনি বলেন, করোনা মহামারীর শুরু থেকেই কক্সবাজার জেলা আওয়ামী লীগ সারা কক্সবাজারে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষের মধ্যে ত্রাণ তৎপরতা শুরু করে। ২০২০ সালে জেলা ব্যাপী প্রায় ১০ লক্ষ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে। বর্তমান পরিস্থিতিতে ও আবার মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌছে দিবে। আওয়ামী লীগ এই দূর্যোগে গণমানুষের পাশে থাকবে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102