রূপগঞ্জের ট্রাজেডিস্থল পরিদর্শন করলেন স্কপ নেতারা।
নারায়ণ সরকার, রূপগঞ্জ প্রতিনিধিঃ
স্কপ নেতৃবৃন্দের সেজান জুস কারখানার ট্র্যাজেডিস্থল পরিদর্শন। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির নেতৃবৃন্দ বুধবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত সেজান জুস কারখানার অগ্নিকা-ের ট্র্যাজেডিস্থল পরিদর্শন করেন। এ সময় নেতৃবৃন্দ সেজান জুস কারখানার অগ্নিকা-ের ঘটনার নানা বিষয় অনুসন্ধানসহ স্থানীয় হাসপাতালে ভর্তি হওয়া আহত রোগীদের খোঁজখবর নেন।
বাংলাদেশ লেভার ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা শাকিল আক্তার চৌধুরী ও জাতীয় শ্রমিক লীগের ট্রেড ইউনিয়ন সমন্বয় বিষয়ক সম্পাদক মো. ফিরোজ হোসাইনের নেতৃত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আহসান হাবীব বুলবুল, জাতীয়তাবাদী শ্রমিক দলের অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অর্থ সম্পাদক কাজী রুহুল আমিন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক কনক বর্মণ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের নির্বাহী সদস্য আতিকুল ইসলাম, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকসহ আট সদস্যের একটি প্রতিনিধিদল।
জাতীয় শ্রমিক লীগের ট্রেড ইউনিয়ন সমন্বয় বিষয়ক সম্পাদক মো. ফিরোজ হোসাইন জানান, রূপগঞ্জের সেজান জুস কারখানায় অগ্নিকা-ের ঘটনার রহস্য উদ্ঘাটন ও নানা বিষয় অনুসন্ধান করতে বুধবার দুপুরে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় কমিটির নেতৃবৃন্দ হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকদের খোঁজখবর নেন।
তিনি আরও জানান, ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি পুরো ঘটনা অনুসন্ধান করে তা জাতীয় কমিটির নিকট রিপোর্ট দাখিল করবে, যা স্কপের জাতীয় কমিটি পরীক্ষা-নিরীক্ষা করে সরকারসহ সংশ্লিষ্টদের নিকট দাখিল করবে।