মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন

হাজার লোকের কর্মসংস্থান করতে চাই শ্রমিক নেতা আনু মন্টু।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

হাজার লোকের কর্মসংস্থান করতে চাই
শ্রমিক নেতা আনু মন্টু।

তরিকুল ইসলাম তারেক, ঝিনাইদহ প্রতিনিধিঃ

হাজার লোকের কর্মসংস্থান করতে পারবো সেদিন আমি মনে করবো আমার এই প্রোজেক্ট এর সার্থক হয়েছে। কথাগুলো বলছিলেন ঝিনাইদহ জেলা ট্রাক, ট্রাক্টর, কভার ভ্যান ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ আনু মন্টু মন্ডল। ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পূর্বপাশ্বে ২৮২ শতক জমির উপর নব নির্মিত প্রোজেক্টে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমি আমি প্রোজেক্টের কাজ জোর কদমে করছি; বড় প্রোজেক্ট করবো, যেখানে ৭০০ থেকে প্রায় ১ হাজার মানুষের কর্মসংস্থান হবে।’
তিনি আরো বলেন, এখানে বেকারদেন শুধু কর্মসংস্থানই হবে না বরং ্ উদ্যোক্তা করতে উদ্ধত করবে। বর্তমানে দেশি হাঁস, ক্যাম্বেল হাঁস, বালি হাঁস, বেলজিয়াম হাঁস, রাজ হাঁসসহ অনান্য প্রজাতির হাঁসের সংখ্যা প্রায় ১৫শ। উক্ত প্রোজেক্ট কেয়ারটেকার আলাউদ্দিন জানান, আমাদের ২টি পুকুরে ছোট-বড় প্রায় ২০ প্রজাতির মাছ রয়েছে আর এই মাছের প্রধান খাদ্য হাঁস-মুরগির বিষ্টা থেকে হয়। এছাড়াও বিভিন্ন প্রজাতির মুরগি, কবুতর, ও উন্নত জাতের গরু, ছাগল মোটা তাজা প্রক্রিয়া চলছে। শ্রমিক নেতা আনু মন্টু সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বলেন, আমার ভবিষ্যৎ পরিকল্পনা এখানে ছোট খাট একটি বিনোদন স্পট হবে, এখানে হরিণ, বানর, ডুম্বাসহ নানা প্রজাতির পশু-পাখিতে কলরব থাকবে এবং হাজার মানুষের কর্মসংস্থান সুযোগ থাকবে এখানে।

 

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102