সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও বরগুনা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এনটিভি’র স্টাফ রিপোর্টার ও কালের কণ্ঠের বরগুনা প্রতিনিধি সোহেল হাফিজের পিতা মোস্তাফিজুর রহমান বাচ্চু মিয়া করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
তার মৃত্যুতে বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে পাঠানো শোক বার্তায় বিএমএসএফ সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর মরহুমের রুহের মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।
এদিকে সাংবাদিক সোহেল হাফিজও করোনাক্রান্ত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পিতার এহেন মৃত্যুতে একমাত্র পুত্র সোহেল হাফিজ ভেঙ্গে পড়েন।
উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে গত দুই সপ্তাহ ধরে পিতা-পুত্র উভয়ে একই কক্ষে চিকিৎসাধীন ছিলেন।
এএসবিডি/আরএইচএস