করি এক হওয়ার আহ্বান।
শুনো জাহানের মুসলমান,
ইসলামের এই ক্লান্তি লগ্নে করি এক হওয়ার আহ্বান।
একজন মুসলিম হয়ে তুমি অন্য মুসলিম ভাইয়ের বিরোধিতা করো কীভাবে বলো দেখি একবার !
এহেন কাজ করার আগে ভাবা উচিত শতবার ।
ভাইয়ে ভাইয়ে করিও না বিরোধ আর, করি এক হওয়ার আহ্বান ।
ভাইয়ে ভাইয়ে এক হয়ে গেলে বাতিল শক্তি পাবে না সাহস ইসলামের ক্ষতি করতে আর।
ভাইয়ে ভাইয়ে বিরোধিতা করার শিক্ষা দেয়নি হযরত মুহাম্মদ সঃ।
করি এক হওয়ার আহ্বান ।
মাসয়ালা -মাসায়েল জামা-টুপি নিয়ে দ্বন্দ্ব করিওনা আর,
বিধর্মীরা করিবে সুযোগে সদ্ব্যবহার। করি এক হওয়ার আহ্বান ।
মাসয়ালা -মাসায়েল নিয়ে দ্বন্দ্ব থাকিবে চিরকাল, তাই বলে ঐক্যের ছায়াতলে আসতে পারবো না কি একবার?
করি এক হওয়ার আহ্বান।
মুসলিম ঘরে জন্ম নিয়ে আলেমদের করো অপমান, জেনো রাখো ভাই জাহান্নাম হবে এর পরিণাম৷
করি এক হওয়ার আহ্বান।
যদি পেতে চাও জান্নাত, আলেমদের ভালোবাসতে হবে ওগো নবীর উম্মত ।
যদি করতে না পারো ইসলাম ধর্ম কে সন্মান,
লাভ নেই কোনো হয়ে নামধারী মুসলমান।
সঠিক পথে চলে আসো মুসলমান, সত্যের পথে করি তোমায় আহ্বান ।
করি এক হওয়ার আহ্বান ।
ক্ষমতার লোভে মুসলিম ভাইকে করছো খুন,
মরণের কথা একবারও কি হয় না তোদের স্মরণ?
মোনাজাতে করি ফরিয়াদ,খোদা তোদের দান করুক হেদায়েত।
করি এক হওয়ার আহ্বান।
বাতিল শক্তি পরাভূত করতে ঐক্যের বিকল্প নেই আর।
আসুন,
সব বিবাদ ভুলে গিয়ে করি ঐক্যের স্লোগান,
ইসলাম কে জানাই আহলান-সাহলান।
মো.আল-আমিন
বাংলা বিভাগ
ঢাকা কলেজ, ঢাকা।