মোস্তফা সিকদার,গাজীপুর কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি।
কালীগঞ্জ ০৬নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ লোকমান হোসেন (পনির) কালীগঞ্জ পৌরসভার ০৬নংওয়ার্ড কে একটি মডেল এলাকা হিসেবে উপহার দিতে পারব বলে আমি আশাবাদী, জনগনের ভোটে আবার ও আমি নির্বাচিত হলে,ডেনেজ ব্যবস্হার মাধ্যমে পয়ঃনিষ্কাশনের, রাস্তা ঘাট, এলাকায় উন্নয়ন এর ধারা অব্যাহত রাখতে আসন্ন কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে আবারও জনগণ আমাকে আবার ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি আমার এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে আমি আমার অসমাপ্ত কাজ গুলো অবশ্যই পুরন করবো।
কাউন্সিলর পদপ্রার্থী মোঃ লোকমান হোসেন পনির বলেন, আমি কালিগঞ্জ পৌর এলাকার আমার নির্বাচনী এলাকায় মহা পরিকল্পনা করে রেখেছি,তা বাস্তবায়ন ১০০%করতে জনগণের দ্বারপ্রান্তে আমি আছি, আমি আপনাদের কারো ভাই,কারো ছেলে,কারো ভাতিজা,কারো মামা,কারো ভাগিনা, অতীতের কোন কথা না মনে রেখে আবার ও আমাকে আগামী নির্বাচনে আবারও জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ।
মোঃ লোকমান হোসেন পনির ছোট ছেলে, কালীগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন, বর্তমান কালীগঞ্জ পৌর আওয়ামী যুব লীগের সহ-সভাপতি মহামারী করোনা সময় কালীগঞ্জ পৌরসভা থেকে এবং ব্যক্তিগত তহবিল থেকে ০৬নং ওয়ার্ড এর জনগণ কে নগদ অর্থ,চাল,ডাল,আলু,সোয়াবিন তৈল, রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ করেন।
লোকমান হোসেন, (পনির)বলেন আমি এই এলাকার সন্তান, আমি আমার এলাকার জনগণ এর কাছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানাই, আঠাশে ফেব্রুয়ারি সারাদিন আমাকে ডালিম মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।