ভিওপি ডেস্কঃ এবারের ভালোবাসা দিবসে মুক্তি পাবে ফাবিয়ান কলিন্স এর একক নাটক “বড় ভাইয়ের সুপার লাভ”। নাটকটিতে ফাবিয়ান কলিন্স এর নাম থাকে রিহান। বোকাসোকা একটা ছেলে শহরে তার বড় আপুর বাসায় থেকে লেখাপড়া করে। তারই কলেজে লেখাপড়া করে নিলা। রিহান সব সময় গল্পের বই পড়তে ভালোবাসে। আবার নিলা ও রিহানের বোকাসোকা ভাবমূর্তি দেখে তার প্রেমে পড়ে যায়। কিন্তু কখনো রিহানকে বলার সাহস হয়ে ওঠে না।
অন্যদিকে রনি নামের একটা ছেলে নিলাকে খুব বিরক্ত করে। এক সময় নিলার সাথে রিহানকে দেখে এবং রিহানকে ধরে নিয়ে হুমকি দেয় রনি। এই কথা নিলা জানতে পেরে নিলা নিজেই রিহানকে ধরে নিয়ে যায় রনির কাছে। এবং রনির সামনেই নিলা রিহানকে প্রপোজ করে।
নাটকটি রচনা করেছেন হৃদয় অভি, পরিচালনা করেছেন এ.এইচ.আর এবং প্রযোজনা করেছেন সুমনা সাবরিন। নাটকটি ১৪ই ফেব্রুয়ারিতে রিলিজ দেওয়া হবে সাজ টিভি’র ইউটিউব চ্যানেলে।