নাজমুল হুদা, ইয়াস- পরিদর্শক, রংপুরঃ রাজশাহী জেলার পুটিয়া উপজেলার দোমাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, বীর মুক্তিযোদ্ধার সন্তান সোহেল রানার হত্যার প্রদিবাদে খুণী সন্ত্রসীদেও গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৮ ফেব্রুয়ারী ) রংপুর প্রেসক্লাব সামনে মানববন্ধন করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রংপুর জেলা শাখা।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রংপুর জেলা শাখার সাবেক সভাপতি মঞ্জুর হোসেন খাজা এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, প্রাথমিক শিক্ষক সমিতি রংপুর জেলা শাখার সভাপতি সাহীদ হোসেন, সাধারণ সম্পাদক মোকছেদুল হক মন্ডল, প্রাথমিক শিক্ষক সমিতি রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিরোপদো, প্রাথমিক শিক্ষক সমিতি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি কবির হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতি রংপুর জেলার গঞ্জচড়া উপজেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক, প্রাথমিক শিক্ষক সমিতি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদ ওয়াহেদুজ্জামন বকুল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দোমাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল রানার হত্যার সাথে জরিত তাদের তারাতারি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।