লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপারতল এলাকার ৭৩ বছর বয়সী গৌরদাস পাশে দারালেন “ইয়াস” পরিবেশ ও মানবাধিকার আইন সহায়তা সংস্থা’র লালমনিরহাট জেলা শাখার সদস্যরা।
সম্প্রতি বৃদ্ধ গৌরদাসের কস্টের কাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন পত্র-পত্রিকা প্রচার হয়। তার দুর্দশা দেখে কেউ পাশে না আসলেও তার পাশে দাঁড়িয়েছেন “ইয়াস” পরিবেশ ও মানবাধিকার আইন সহায়তা সংস্থা।
বুধবার (২৭ জানুয়ারী ) সকাল ১১ টর দিকে “ইয়াস” পরিবেশ ও মানবাধিকার সংস্থা’র পক্ষ থেকে গৌরদাসের ঘরের আসবাবপত্র-খাট, মশারী, তোশক ও গায়ের চাদর উপহার দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ জাহাঙ্গীর হোসেন ও “ইয়াস” পরিবেশ ও মানবাধিকার সংস্থা’র লালমনিরহাট জেলা পরিদর্শক মোঃ আরিফুজ্জামান সহ সদস্যবৃন্দরা।
এ সময় “ইয়াস” পরিবেশ ও মানবাধিকার সংস্থা’র লালমনিরহাট জেলা পরিদর্শক মোঃ আরিফুজ্জামান বলেন, আমাদের সংস্থার মহাসচিব স্যার এর দিক নির্দেশনা ও সহযোগিতায় আমরা মানুষের সাথে সম্পর্ক স্থাপনে বিশ্বাসি। আমরা সবসময় অসহায়, নির্যাতিত ও অন্যয়ের বিরুদ্ধে কাজ করবো। এবং সবসময় মানুষের পাশে থাকতে চাই।
উল্লেখ্য, “ইয়াস” পরিবেশ ও মানবাধিকার সংস্থা’র পক্ষ থেকে ইতিমধ্যে এরকম ব্যাপক কার্যক্রম করা হয়েছে। এবং ভবিষ্যতেও করা হবে।