মোঃ বাবলু আলী রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে আজ ২২ শে জানুয়ারি ২০২১ইং রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় জেনারেল হসপিটাল এন্ড স্পেশালাইজড ডায়াগনস্টিক সেন্টার এর শুভ উদ্বোধন দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তাকবীর হাসান চেয়ারম্যান ((৪)নং ভালুকগাছি ইউনিয়ন পরিষদ পুঠিয়া রাজশাহী
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডঃ মুহাম্মদ জনাব আলী মুস্তাফিজ অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার শিশু বিভাগ আই বি এম সি এইচ আর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী
জেনারেল হসপিটাল এন্ড স্পেশালাইজড
ডায়াগনস্টিক সেন্টার এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোঃ শামীম রেজা বাবু।
বিশেষ অতিথি জনাব তাকবীর হাসান উনি বলেন বানেশ্বরে জেনারেল হসপিটাল এন্ড স্পেশালাইজড ডায়গনিক সেন্টার আজকে এই আয়োজন অনুষ্ঠানের সভাপতি মোঃ জনাব আলী মুস্তাফিজ উনি নিজে একজন ডক্টর এবং এই আয়োজনে উপস্থিত রয়েছেন মনোয়ার হোসেন মিম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নন্দনপুর উচ্চবিদ্যালয়।এখানে উপস্থিত আছেন ছোট ভাই মিজান এবং বড় ভাই আজিজুল ইসলাম ওআজকের এই এলাকার সকলে সহ উপস্থিত সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম শুনে খুশি হয়েছি যে এরকম একটি মেডিকেল বা ডায়াগনস্টিক সেন্টার বানেশ্বরের মত জাইগাই শুরু করতে যাচ্ছে বা করছে বিভিন্ন জায়গায় প্রচার-প্রচারণা দেখেছি তাতে উৎসাহিত হয়েয়েছি ভালোলাগা আরো বেড়ে গেছে যে চিকিৎসাসেবা আমাদের দোরগোড়ায় চলে আসছে আমরা সচরাচর কোন কোন জায়গায় কোন কনসিডার করিনা যেমন আমরা যখন কোন কিছু কিনতে চাই আমরা একটু দামাদামি করতে পছন্দ করি অনেক জায়গায় বার গেট করি।শুধু একটা জায়গায় বারগেট করিনা সে জায়গাটা হচ্ছে চিকিৎসাসেবা আমরা কেউ কখনো বলি নাই যে আমাদের অল্প টাকার মধ্যে চিকিৎসা করেন। ধন্যবাদ সবাইকে সকলের জন্য শুভকামনা রইল।