মোঃ শাহরিয়ার ফেরদৌস নাঈম, নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী মেয়র প্রার্থী জনাব মোঃ মাছুদ খানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।
গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইকালে মেয়র পদপ্রার্থী মোঃ মাছুদ খানের মামলা সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে দাখিল না করায় মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা মো. ওহিদুজ্জামান মুন্সি। এ ঘটনায় মাছুদ খান ৫ জানুয়ারি জেলা প্রশাসকের কাছে আপিল করেও প্রার্থিতা ফিরে পাননি। পরে তিনি গতকাল মঙ্গলবার হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেতে রিট আবেদন করেন।
বুধবার সকালে শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মোঃ খসরুজ্জামান ও মোঃ মাহমুদ হাসান তালুকদারের যৌথ বেঞ্চ এ আদেশ দেন।