ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত স্টেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার বিকেলে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছে এনসিপি।
সোমবার রাতে দলটির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বৈঠকের তথ্যটি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, সোমবার বিকেলে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত স্টেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে তার অফিসিয়াল বাসভবনে এনসিপির প্রতিনিধিদলের একটি সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ।
এতে আরও বলা হয়, বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কারের রূপরেখা, আসন্ন জাতীয় নির্বাচন এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে মতবিনিময় হয়। এনসিপির জুলাই পদযাত্রায় দেশের প্রায় সবকটি জেলায় সর্বস্তরের জনগণের মাঝে ব্যাপক সাড়া নিয়েও আলোচনা হয়।
বৈঠকে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর এরিক গিলান, পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট এবং পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদও উপস্থিত ছিলেন বলে জানিয়েছে এনসিপি।