ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক বরাদ্দ পেয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) সকালে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তিনি এই প্রতীক বরাদ্দ পান।
এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী ডা. তাসনিম জারার হাতে প্রতীক বরাদ্দের চিঠি তুলে দেন।
জানা যায়, এই প্রতীকই চেয়েছিলেন তাসনিম জারা। ঢাকা-৯ আসনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী তিনি। বাকি ১১ জন প্রার্থী বিভিন্ন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।