শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনসিপির

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দলটির মুখপাত্র।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন কমিশনের বিশেষ কিছু গোষ্ঠীর প্রতি পক্ষপাতমূলক আচরণ স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে নির্বাচন ব্যবস্থা, সংবিধান ও গণতন্ত্র মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।

আসিফ মাহমুদ অভিযোগ করেন, সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ থাকা সত্ত্বেও দ্বৈত নাগরিকত্বধারী কিছু ব্যক্তি সংসদ সদস্য প্রার্থী হওয়ার চেষ্টা করছেন। এমনকি তারা দলবল নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে চাপ প্রয়োগ করছেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, একেকজন প্রার্থী ২০০ থেকে ৩০০ জন লোক নিয়ে নির্বাচন কমিশনে হাজির হচ্ছেন। আইনজীবীর সংখ্যা বাড়িয়ে শত শত মানুষ নিয়ে কমিশনের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। আর নির্বাচন কমিশন নানা ব্যাখ্যা ও ফাঁক-ফোকরের মাধ্যমে তাদের বৈধতা দেওয়ার চেষ্টা করছে।

এনসিপির মুখপাত্র আরও বলেন, এ ধরনের প্রবণতা দেশের নির্বাচন ব্যবস্থা ও গণতন্ত্রের জন্য অশনি সংকেত। সংবিধান অনুযায়ী বিদেশি নাগরিকত্ব গ্রহণ করলে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা হারাতে হয়—এ কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, আমরা কোনো বিদেশি বা দ্বৈত নাগরিককে বাংলাদেশে নির্বাচন করতে দেবো না।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি নির্বাচন কমিশন কোনোভাবে দ্বৈত নাগরিক বা ঋণখেলাপি প্রার্থীদের বৈধতা দেওয়ার চেষ্টা করে, তাহলে এনসিপি আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলনে নামবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102