শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

নির্বাচন নিয়ে ইইউ পর্যবেক্ষক দলের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধির সঙ্গে গণঅধিকার পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচনকালীন রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের স্বচ্ছতা, অংশগ্রহণমূলক পরিবেশ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধি হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক মার্সেল নাগি। অপরদিকে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দলের সভাপতি নুরুল হক নুর, সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শহিদুল ইসলাম ফাহিম এবং রবিউল হাসান।

বৈঠকে গণঅধিকার পরিষদের নেতারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচনি ব্যবস্থার বিদ্যমান চ্যালেঞ্জ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কারের বিষয়গুলো ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির কাছে তুলে ধরেন। এ সময় উভয় পক্ষই গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102