শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় খ্রিষ্টান ধর্ম ত্যাগ করে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ক্লেমেন হাগিদক (২৪) নামের এক যুবক। ইসলাম গ্রহণের পর তিনি নিজের নাম পরিবর্তন করে রেখেছেন মো. ওমর ফারুক।
রোববার (১১ জানুয়ারি) শেরপুর নোটারি পাবলিক কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এই ধর্ম পরিবর্তনের ঘোষণা দেন।
মো. ওমর ফারুক (নাম ছিল ক্লেমেন হাগিদক) ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকার গোমড়া গ্রামের বাসিন্দা। তার বাবা মৃত জেরমসি মারাক এবং মাতা মৃত সমলা
এফিডেভিট সূত্রে জানা গেছে, ওমর ফারুক দীর্ঘদিন ধরে স্থানীয় মুসলিমদের জীবনযাপন ও ধর্মীয় রীতিনীতি পর্যবেক্ষণ করে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ইসলামি স্কলারদের আলোচনা শোনে এবং পবিত্র কোরআনের বাংলা অনুবাদ ও হাদিস পড়ে তিনি ইসলামের ওপর গভীর বিশ্বাস স্থাপন করেন।
গত ৮ সেপ্টেম্বর তিনি স্থানীয় একজন আলেমের মাধ্যমে কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আজ আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তিনি নোটারি পাবলিকের মাধ্যমে নাম পরিবর্তন ও নতুন ধর্মের ঘোষণা দেন।