পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সাংস্কৃতিক সম্পাদক ও শহরের আলোচিত মদের বার চাকী বাড়ির মালিক প্রলয় চাকী মারা গেছেন।
রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পাবনা জেল সুপার ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
জেল সুপার ওমর ফারুক বলেন, পাবনা জেলা কারাগারে বন্দি থাকাবস্থায় শুক্রবার (৯ জানুয়ারি) সকালে হৃদরোগ ও ডায়াবেটিসজনিত রোগে অসুস্থবোধ করেন। এ সময় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
সোমবার (১২ জানুয়ারি) ময়নাতদন্ত শেষে তার মরদেহ পাবনাতে নিয়ে আসা হবে বলে জানান তার স্বজনেরা।
প্রসঙ্গত, প্রলয় চাকী রাজনীতির পাশাপাশি একজন মদ ব্যবসায়ী হিসেবে বেশি পরিচিত। পাবনা শহরের একমাত্র আলোচিত মদের বার চাকী বাড়ির মালিক তিনি। তিনি পাবনা জেলার এক সময়ের বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও অভিনেতা প্রয়াত লক্ষী দাস চাকির বড় ছেলে।
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গত ১৬ ডিসেম্বর সকালে প্রলয় চাকিকে তার পাথরতলাস্থ বাসভবন থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর থেকে পাবনা জেল কারাগারে ছিলেন তিনি।