নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডে আম্বর পাল্প অ্যান্ড পেপার মিলের পাশে অবস্থিত আরিফ নামের এক প্রবাসীর গরুর খামারে ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার (১০ জানুয়ারি) ভোর ৪টার দিকে আট সদস্যের একটি ডাকাত দল খামারে হানা দেয়।
ডাকাতরা অস্ত্রের মুখে মিলের সিকিউরিটি গার্ড মো. রেজাউল করিমকে মারধর করে। এর পর তার হাত-পা বেঁধে খামার থেকে চারটি গরু নিয়ে যায়। লুট হওয়া গরুর মূল্য সাত থেকে আট লাখ টাকা বলে জানান ভুক্তভোগী।
খামারের মালিক আরিফ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চার বছর ধরে স্বাবলম্বী হওয়ার আশায় তিনি গরুর খামার পরিচালনা করে আসছিলেন।
আম্বর পাল্প অ্যান্ড পেপার মিলের আরেক সিকিউরিটি গার্ড আবু বক্কর জানান, ডাকাতরা চলে যাওয়ার সময় একটি দেশি অস্ত্র (দা) ফেলে যায়। সিসিটিভি ফুটেজে হলুদ রঙের একটি ট্রাক দেখা গেছে, যেটি ব্যবহার করে ডাকাতরা গরু নিয়ে যায়।
স্থানীয়রা জানান, আগে একটি মুদি দোকান চালাতেন আরিফ হোসেন। পরে নিজ এলাকায় গরুর খামার গড়ে তোলেন এবং প্রতিবছর ঈদুল আজহায় গরু বিক্রি করতেন। সেই আয়ের টাকা দিয়েই তিনি আবার নতুন গরু কিনতেন। কিন্তু এক রাতেই তার সব পরিশ্রম শেষ হয়ে গেছে।
খামারির স্বজনরা জানান, ঘটনার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছেন তরুণ এই উদ্যোক্তা। তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।
থানার এসআই মো. সিরাজুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতির কোনো আলামত আমরা পাইনি। এটা একটা চুরির ঘটনা। এ ঘটনায় তদন্ত প্রক্রিয়াধীন।