কক্সবাজারকে দীর্ঘদিন ধরে ইয়াবার স্বর্গরাজ্য হিসেবে চিহ্নিত করা হলেও এখন এই ধারণা বদলাতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে আয়োজিত এক পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার আমাদের অমূল্য সম্পদ। অর্থনৈতিক খাত হিসেবে এটাকে আরও সমৃদ্ধ করতে হলে এর কোনো বিকল্প নেই। এই সম্পদ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। সৈকত পরিচ্ছন্ন রাখতে হবে এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে কক্সবাজারকে দেশ-বিদেশে তুলে ধরতে হবে।
তিনি বলেন, পর্যটননির্ভর এই শহরের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় শুধু প্রশাসন নয়; পর্যটক ও স্থানীয় জনগণের সম্মিলিত সচেতনতা প্রয়োজন। পরিচ্ছন্ন সৈকতই পারে কক্সবাজারের ভাবমূর্তি বদলে
সচেতনতামূলক এই কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা। কর্মসূচি চলাকালে মেয়র সমুদ্রসৈকতে আগত পর্যটকদের সঙ্গে কথা বলেন এবং সৈকত পরিচ্ছন্ন রাখার জন্য তাদের প্রতি আহ্বান জানান।
এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইপসার পরিচালক ড. আরিফুর রহমান, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান লায়ন মুজিবুর রহমান ও ছাত্রদল নেতা ডা. মাহামুদুল হক জনিসহ অন্যান্য অতিথি।
এ ছাড়া ট্যুরিস্ট পুলিশের সদস্য ও বিচ ম্যানেজমেন্ট কমিটির প্রতিনিধিরাও কর্মসূচিতে অংশ নেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করেন।