চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক চারটি অভিযানে ১৬ ভারতীয় গরু জব্দ করেছে ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। শনিবার (১০ জানুয়ারি) ভোর ও সকালে এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার সকাল ৫টা থেকে ৯টা পর্যন্ত ৫৩ বিজিবির বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালায়।
অভিযানে মনাকষা বিওপির অধীনে মনোহরপুর গ্রাম থেকে ৬টি গরু ও ফকিরপাড়া গ্রাম থেকে ৪টি গরু উদ্ধার করা হয়।
এ ছাড়া মাসুদপুর বিওপি চৌধুরী সরণি গ্রাম থেকে ৪টি গরু এবং ওয়াহেদপুর বিওপি তেররশিয়া গ্রাম থেকে ২টি গরু জব্দ করে। জব্দকৃত ১৬ গরুর মূল্য প্রায় ২৬ লাখ টাকা।
বিজিবির প্রক্রিয়া শেষে গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালানরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। বিশেষ করে শীত মৌসুমে সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।