দুই দশক ধরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নে অবৈধভাবে বালু লুটপাট করে চলেছে একটি প্রভাবশালী চক্র। প্রশাসনের নিয়মিত অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুষ্টচক্রটি বালু লুটের মহা উৎসবে মেতে উঠেছে।
গত সোমবার (৫ জানুয়ারি) মৌলভীবাজার জেলা প্রশাসকের নির্দেশনায় শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুহিবুল্লাহ আকনের নেতৃত্বে ভুনবীর ইউনিয়নের শাসন এলাকার ‘জৈতার বন’ নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২ হাজার ৩০০ ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টার দিকে জব্দকৃত বালু প্রকাশ্য নিলামে বিক্রির কার্যক্রম শুরু হয়। নিলামে সর্বোচ্চ দরদাতার কাছে ১ লাখ ৮২ হাজার টাকায় বালু বিক্রি করা হয়।
এর সঙ্গে ভ্যাট ও আয়কর যোগ হলে মোট অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ২ লাখ ২৫ থেকে ২ লাখ ২৭ হাজার টাকা। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুহিবুল্লাহ আকন, ভুনবীর ইউনিয়নের ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।
শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুহিবুল্লাহ আকন বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।