শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

নির্বাচনি প্রস্তুতিতে জামায়াত-এনসিপি জোট এগিয়ে : নাহিদ ইসলাম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের তুলনায় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট অনেকটাই এগিয়ে রয়েছে বলে দাবি করেছেন ঢাকা-১১ আসনের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের জানানো হয়েছে যে, এখন পর্যন্ত নির্বাচনি মাঠে সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হয়েছে—এ বিষয়ে তারা পুরোপুরি আত্মবিশ্বাসী নন। তিনি অভিযোগ করেন, একটি বিশেষ দলকে সুবিধা দিতে নানা ধরনের ইঙ্গিত ও প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

ঋণখেলাপি থাকা অনেক প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বিভিন্নভাবে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। এসব বিষয়ে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেবে বলে তারা প্রত্যাশা করেন।

নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় নির্বাচনি পরিবেশে নিরাপত্তাহীনতা বিরাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, নানা প্রতিবন্ধকতা ও নিরাপত্তা ঝুঁকি থাকা সত্ত্বেও তারা মাঠে কাজ চালিয়ে যাবেন। নির্বাচনি প্রস্তুতির সার্বিক চিত্র তুলে ধরে তিনি বলেন, বর্তমান বাস্তবতায় বিএনপির জোটের তুলনায় জামায়াত ও এনসিপির জোট প্রস্তুতিতে অনেকখানি এগিয়ে রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102