সিলেটের বিশ্বনাথে গভীর রাতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ কয়ছর আলী (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার বসতঘর থেকে ১০৬ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ২ লাখ ২৬ হাজার টাকা।
বুধবার (৭ জানুয়ারি) রাত ৩টার দিকে বিশ্বনাথ পৌরসভার গন্ধারখাপন গ্রামের নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলমের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মানছুরা আক্তারের তত্ত্বাবধানে অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বনাথ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে তল্লাশি চালিয়ে কয়ছর আলীর বসতঘর থেকে ‘বেয়ার ইট’ ভদকা ৪০ বোতল, ‘ম্যাকডাওয়েলস নম্বর ওয়ান লাক্সারি হুইস্কি’ ১৮ বোতল ও ‘এসি ব্ল্যাক হুইস্কি’ ৪৮ বোতল উদ্ধার করা হয়। প্রতিটি বোতল ৩৭৫ মিলিলিটার ধারণক্ষমতার। যার মোট পরিমাণ ৩৯ হাজার ৭৫০ মিলিলিটার।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান জানিয়েছেন, কয়ছর আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং কারবারিদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তার কয়ছরকে আদালতে পাঠানো হয়েছে।