বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ আসনে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে গণঅধিকার পরিষদ জাতিসংঘ সংস্থার সদর দপ্তর গুঁড়িয়ে দিল ইসরায়েল বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী প্রস্তাবিত ২০ গ্রেডের নতুন সরকারি বেতন স্কেল দেখে নিন ইবির দুর্নীতি ও অনিয়মের পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৫৯ নেতাকে বহিষ্কার দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড নির্বাচন ও নিরাপত্তা নিয়ে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ বার্তা প্রধান উপদেষ্টার কাছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ প্রতিবেদন পেশ বরিশালে চূড়ান্ত লড়াইয়ে ৩৬ প্রার্থী, পেলেন প্রতীক বরাদ্দ

নারায়ণগঞ্জে ডিআইজির ভাতিজা পরিচয়ে সাংবাদিককে গুমের হুমকি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের নেতা আব্দুর রশিদের ছেলে কাউসার নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ডিআইজি নাজমুলের ভাতিজা পরিচয় দিয়ে দৈনিক মানবকন্ঠের সাংবাদিক রাশেদুল ইসলামকে পুলিশ দিয়ে তুলে নিয়ে গুম করার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রাশেদুল ইসলাম তার ও পরিবারের নিরাপত্তার জন্য রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন।

সাংবাদিক রাশেদুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে দৈনিক মানবকন্ঠে কাজ করছেন। বিভিন্ন সময় তিনি আওয়ামী লীগের নেতাদের অনিয়ম, দুর্নীতি এবং মাদকসহ বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করেছেন। এ সংবাদ প্রকাশের কারণে নেতাকর্মীরা তাকে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়েছে। গত ২৮ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে এই বিষয় নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে ভোলাব ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য কাউসার মিয়া ডিআইজি নাজমুলের ভাতিজা পরিচয়ে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। রাশেদুল ইসলাম যখন গালিগালাজ বন্ধ করতে বলেন, তখন কাউসার ক্ষিপ্ত হয়ে তাকে এবং তার পরিবারের লোকজনকে পুলিশ দিয়ে তুলে নিয়ে গুম করার হুমকি দেন। বর্তমানে রাশেদুল ইসলাম ও তার পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।

স্থানীয়রা জানিয়েছেন, ইউপি সদস্য কাউসারের বাবা আব্দুর রশিদ ভোলাব ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ওই সম্পর্কের সুবাদে কাউসার সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর খুব কাছের লোক ছিলেন। গোলাম দস্তগীরের সমর্থন পেয়ে কাউসার ইউপি সদস্য হন।

এলাকাবাসী জানান, কাউসার ও তার বাবা আব্দুর রশিদ চারিতালুক গ্রামে আতঙ্কের নাম ছিলেন। তারা অবৈধভাবে কৃষকের জমিতে বালু উত্তোলন, ইটভাটা নিয়ন্ত্রণসহ একাধিক অপকর্মে জড়িত ছিলেন। তাদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পেত না। গত ৫ আগস্টের পর কাউসার বিএনপিতে যোগ দেন এবং আবারও বেপরোয়া হয়ে যান।

এ ঘটনায় রূপগঞ্জে কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পেশাগত দায়িত্ব পালনের কারণে সাংবাদিকদের হুমকি স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযুক্ত ইউপি সদস্য কাউসার মিয়া বলেন, আমি ডিআইজি নাজমুলের ভাতিজা পরিচয়ে রাশেদুল ইসলামের সঙ্গে কথা বলেছি। তবে তাকে কোনো হুমকি বা গুম করার কথা বলিনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102