বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ আসনে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে গণঅধিকার পরিষদ জাতিসংঘ সংস্থার সদর দপ্তর গুঁড়িয়ে দিল ইসরায়েল বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী প্রস্তাবিত ২০ গ্রেডের নতুন সরকারি বেতন স্কেল দেখে নিন ইবির দুর্নীতি ও অনিয়মের পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৫৯ নেতাকে বহিষ্কার দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড নির্বাচন ও নিরাপত্তা নিয়ে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ বার্তা প্রধান উপদেষ্টার কাছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ প্রতিবেদন পেশ বরিশালে চূড়ান্ত লড়াইয়ে ৩৬ প্রার্থী, পেলেন প্রতীক বরাদ্দ

সেচ প্রকল্প ঘিরে উত্তপ্ত তিস্তাপাড়

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

নীলফামারীর ডোমার, ডিমলা ও জলঢাকা উপজেলার ওপর দিয়ে প্রবহমান বুড়ি তিস্তা সেচ প্রকল্পের জলাধার খনন নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় জনপদ। গত ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি আনসার ক্যাম্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে প্রায় ৭০০ কৃষকের বিরুদ্ধে মামলা করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

এর প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে গত শনিবার (৩ জানুয়ারি) রাতে মশাল মিছিল করেছেন বিক্ষুব্ধ কৃষকরা। তারা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। এ নিয়ে বর্তমানে প্রকল্প এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

পানি উন্নয়ন বোর্ডের দাবি, সরকারের উন্নয়নমূলক কাজে বাধা দিয়ে অবৈধ দখলকারীরা দুই দফায় পরিকল্পিত হামলা চালিয়েছে। হামলায় ঠিকাদারি প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ও সংরক্ষিত আনসার ক্যাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে জলঢাকা থানায় শুক্র ও শনিবার পৃথক দুটি মামলা করা হয়েছে। এতে ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৬৯১ জনকে আসামি করা হয়েছে।

অন্যদিকে স্থানীয় কৃষকদের দাবি, এটি তাদের পৈতৃক সম্পত্তি। এ সম্পত্তি থেকে তাদের উচ্ছেদে এক গভীর ষড়যন্ত্র চলছে।

‘জনগোষ্ঠী’ সংগঠনের মুখপাত্র আবদুল আলিম জানান, তিন ফসলি জমিতে উঁচু বাঁধ দিয়ে জলাধার খননের চেষ্টা করা হচ্ছে। যার ফলে কৃষকরা তাদের জমিতে চাষাবাদ করতে পারছেন না। জমি ছাড়ার জন্য কৃষকদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং প্রতিবাদ করায় সাজানো মামলায় তাদের ফাঁসানো হয়েছে।

এদিকে জমির মালিকানা ও অধিগ্রহণ বিষয়েও পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে স্থানীয় কৃষক ও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। কৃষকদের মতে, ১৯৬৮ সালে তৎকালীন সরকার জলাধার তৈরির জন্য পাঁচটি গ্রামের ১ হাজার ২১৭ একর জমি দখলের উদ্যোগ নিলেও পরে তা কার্যকর হয়নি। ফলে কয়েক দশক ধরে স্থানীয়রা সেখানে ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করছেন।

তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান জানান, জমিগুলো পাউবোর নামে রেকর্ডভুক্ত এবং যথাযথ নিয়ম মেনেই খননকাজ শুরু হয়েছে। জলাধারটি সম্পন্ন হলে প্রায় পাঁচ হাজার কৃষক উপকৃত হবেন। উন্নয়নকাজে বাধা দিতেই পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে তিনি দাবি করেন।

এদিকে মামলা হওয়ার পর থেকেই প্রকল্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে। কৃষক নেতা জাহিদুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে তারা কঠোর আন্দোলনে নামবেন।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

তবে সাধারণ কৃষকরা এই ভেবে শঙ্কিত যে, এই আইনি জটিলতা তাদের জীবন-জীবিকাকে চরম সংকটের মুখে ঠেলে দেবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102