নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
নির্বাচন-সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রার্থীর দাখিলকৃত কাগজপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কর্তৃপক্ষ তার মনোনয়নকে বৈধ হিসেবে ঘোষণা করে। এর ফলে আসন্ন নির্বাচনে নেত্রকোনা-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ব্যারিস্টার কায়সার কামালের প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণে আর কোনো বাধা রইল না।
মনোনয়ন বৈধ ঘোষণার খবরে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।স্থানীয় নেতারা আশা প্রকাশ করেন, অভিজ্ঞ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।