বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ আসনে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে গণঅধিকার পরিষদ জাতিসংঘ সংস্থার সদর দপ্তর গুঁড়িয়ে দিল ইসরায়েল বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী প্রস্তাবিত ২০ গ্রেডের নতুন সরকারি বেতন স্কেল দেখে নিন ইবির দুর্নীতি ও অনিয়মের পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৫৯ নেতাকে বহিষ্কার দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড নির্বাচন ও নিরাপত্তা নিয়ে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ বার্তা প্রধান উপদেষ্টার কাছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ প্রতিবেদন পেশ বরিশালে চূড়ান্ত লড়াইয়ে ৩৬ প্রার্থী, পেলেন প্রতীক বরাদ্দ

আল্লাহকে সাক্ষী রেখে হাসনাত বললেন— ‘এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করি নাই’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এনসিপির প্রার্থী ও দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারব, এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করি নাই। নির্বাচিত হলে একটি টাকাও দুর্নীতি করব না। হলফনামায় যে সম্পদ আছে এর বাইরে কোনো সম্পদ আমার থাকবে না। আমি কোনো ট্যাক্স ফ্রি গাড়ি নেব না। সংসদের বেতনের বাইরে কোনো সুযোগ-সুবিধা নেব না।’

তিনি বলেন, ‘আমি যে ঘোষণা দিয়েছি সে ঘোষণার বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ। কিন্তু আমার প্রতিপক্ষের ঋণ, তাদের অর্থ, তাদের হলফনামা আপনারা দেখেন? তাদের আশপাশে কারা থাকে? মাদক কারবারি, মাদকের ডিলার, মাটিখেকো, চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজ আর দখলবাজরা।’

শুক্রবার (০২ জানুয়ারি) বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে হাসনাত এসব কথা বলেন। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্রের মানসকন্যা। অন্যায়ের সঙ্গে তিনি কখনো আপস করেননি। উনার দেশপ্রেমের দৃষ্টান্ত উনি নিজেই। আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করুক।’

হাসনাত বলেন, ‘যেকোনো মূল্যে ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। সন্ত্রাস-চাঁদাবাজের বিরুদ্ধে এবার ঐক্যবদ্ধ হয়ে ভোট দিতে হবে। আমি নির্বাচিত হলে কোনো চাঁদাবাজি-টেন্ডারবাজি হতে দেব না। দেবিদ্বার হবে শান্তির জনপদ। সব শ্রেণি-পেশার মানুষ তার আত্মমর্যাদা নিয়ে সমাজে বসবাস করবে। আমাদের দলের কোনো নেতাকর্মী যদি অন্যায়-অপরাধে জড়িত হয়, অনিয়ম-দুর্নীতিতে জড়িত হয় তাকে কঠোর শাস্তি দেওয়া হবে।’

তিনি বলেন, ‘সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে শরিফ ওসমান হাদির আদর্শ বাস্তবায়ন করতে হবে। হাদির মতো শত শত দেশপ্রেমিক তৈরি করতে হবে। তিনি যেই ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন আমাদের বাস্তবায়ন করতে হবে।’

হাসনাত আরও বলেন, ‘জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ আমাকে যে স্যাক্রিফাইস করেছেন তার সম্মান-ইজ্জত-মর্যাদা আমি রক্ষা করব। আসন ছেড়ে দিয়ে তিনি আমাকে যে উদারতা দেখিয়েছেন এ ঋণ আমি কখনো শোধ করতে পারব না। আমি সবসময় উনার পরামর্শ নিয়ে এগিয়ে যাব।’

এ সময় হাসনাত আবদুল্লাহ শাপলা কলির পক্ষে ভোট চান। দোয়া মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, পৌর জামায়াতের আমির মোহাম্মদ ফেরদৌস আহমেদ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102