মোঃ নাজমুল হুদা, ইয়াস (ভ্রাম্যমাণ ক্রাইম তদন্ত পরিদর্শক) রংপুর জেলাঃ রংপুরে পুলিশ বীর মুক্তিযোদ্ধা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০ এর শুভ উদ্বোধন ও পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রংপুর জেলা পুলিশের উদ্যোগে, পুলিশ লাইন্স মাঠে,পুলিশ বীর মুক্তিযোদ্ধা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০এর শুভ উদ্বোধন এবং পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর রেঞ্জের সম্মানিত ডিআইজি, দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবদুল আলিম মাহমুদ, বিপিএম, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর।
এ সময় পুলিশ বীর মুক্তিযোদ্ধা ব্যাডমিন্টন টুর্নামেন্ট -২০২০ উদ্বোধনি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ বাহিনীর আইকন রংপুর জেলা পুলিশের সম্মানিত অভিভাবক মানবিক পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম (বার)পিপিএম পুলিশ সুপার রংপুর।
পুলিশ বীর মুক্তিযোদ্ধা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি পুলিশ সুপার রংপুর মহোদয় তার বক্তব্যে বলেন, বিজয় দিবস বিশ্বের বুকে স্বাধীন জাতি হিসেবে বাঙালির মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। মহান বিজয় দিবসের এই দিনে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি বিজয়ের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বাঙালি জাতির ইতিহাস হাজার বছরের পরাধীনতার ইতিহাস। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং আত্মত্যাগের মধ্য দিয়ে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ভারতীয় উপমহাদেশ স্বাধীন হলেও এ ভূ-খণ্ডের বাঙালির স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার তথা মুক্তি আসেনি। এসময় রংপুরে পুলিশ বীর মুক্তিযোদ্ধা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০ উদ্বোধনি অনুষ্ঠানে জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এএসবিডি/আরএইচএস