শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন

সিলেটের দক্ষিণ সুরমায় সাংবাদিকের বাসায় হামলা-ভাঙচুর-লুটপাট

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারের সিলামে সাংবাদিকের বাসায় হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে মোগলাবাজার থানার সিলাম ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের বাসিন্দা ও দৈনিক জাগ্রত সিলেট -এর সম্পাদক শেখ মোর্শেদের বাসায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হামলা ও ভাঙচুরের আলামত সংগ্রহ করেছে।

অভিযোগ উঠেছে, এই হামলা, মারধর ও লুটপাটে ইন্ধন ও নেতৃত্ব দিয়েছেন আশপাশের কিছু দুর্বৃত্তরা। হামলার ঘটনায় সাংবাদিক শেখ মোর্শেদের স্ত্রী আয়শা বেগম বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামি করে মোগলাবাজার থানায় বৃহস্পতিবার (আজ) একটি এজাহার দাখিল করেছেন।

জানা গেছে, সিলাম ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের বাসিন্দা আনছার আলীর স্ত্রী সুনারা বেগমের কাছে পাওনা টাকা চাওয়ায় ও গত ২২ নভেম্বর প্রাণনাশের শঙ্কায় মোগলাবাজার থানায় সুনারা বেগম, তার মা ফুলজান বিবি ওরফে কইতরী এবং সুনারার ভাতিজি জামাই সুমন আহমদসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন দৈনিক জাগ্রত সিলেট-এর সম্পাদক শেখ মোর্শেদ। পাওনা টাকা ফেরত চাওয়া ও সাধারণ ডায়রি এবং বিরাহিমপুর গ্রামের মুরুব্বিয়ানদের সুনারাদের বিষয়টি অবগত করার জেরে মঙ্গলবার রাতে দলবদ্ধ হয়ে হামলাকারীরা হামলা, ভাঙচুর ও লুটপাট করে বলে জানান শেখ মোর্শেদ।এজাহার সূত্রে জানা যায়, হামলাকারীরা বসতঘরে ঢুকে শেখ মোর্শেদের খোঁজ জানতে চেয়ে তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে প্রাণে হত্যার চেষ্টা করলে শেখ মোর্শেদের বড় ছেলে শেখ ফারদিন মোর্শেদ বাপ্পী ও কন্যা সন্তান শেখ সুমাইয়া মোর্শেদ তিশা বাধা দিতে গেলে তাদেরও মারধর করে হামলাকারীরা।

এ সময় বসতঘরের আসবাবপত্র ভাঙচুর, স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা। খবর পেয়ে সিলেট নগরীর তালতলা থেকে এসে শেখ মোর্শেদ জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে এএসআই আলমগীর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বসতঘরের ভাঙচুরের ছবি ও ভিডিও সংগ্রহ করেন।

মোগলাবাজার থানার ওসি মোহাম্মদ শামসুল হাবিব বলেন, ‘ঘটনার বিষয়ে আমি অবগত আছি। থানায় এজাহার দিলেও আমি এখনো তা পাইনি। আমি এখন থানায় নেই, থানায় গিয়ে দেখব।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102