শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন

বাগেরহাটের রাখালগাছিতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মোঃ তরিকুল মোল্লা, (ফকিরহাট বাগেরহাট সদর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

বাগেরহাট সদর উপজেলার ৯নং বাখালগাছি বিএনপি’র অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে দেশের ৩ বারের সাবেক প্রানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাখালগাছি ইউনিয়নের কাবির হাওলাদারের বটতলা চত্বরে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল দেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য লাভ এবং পুনরায় জনগনের সেবায় নিয়োজিত হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেন।

রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফকির আল মামুন টিপুর সভাপতিত্বে ও বিএনপি নেতা সালাম বিশ্বাসের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান প্রধান সমন্বয়ক এম এ সালাম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএরপি’র সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা, বাগেরহাট সদর থানা বিএরপি’র সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, পৌর বিএনপি নেতা শমসের আলী মোহন, জেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক জাহিদুল ইসলাম শান্ত, জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি লিয়াকত সরদার, রাখালগাছি ইউনিয়ন বিএনপি নেতা শেখ হাসান আল মামুন বাপ্পি, খানপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি খান হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো: বাবুল ফকির, বিএনপি নেতা শেখ সেলিম, ওহিদুজ্জামান দিপু প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান বক্তা এম এ সালাম বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সর্বজন স্বীকৃত সাবেক এই প্রধানমন্ত্রীকে অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আমাদের কাছ থেকে তাকে ছিনিয়ে নেবেন না। এ ছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। পাশাপাশি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা এবং সার্বিক কল্যাণের জন্য দোয়া করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102