মুহাম্মদ রায়হান উদ্দিন স্টাফ রিপোর্টার।।গাউছিয়া হাশেমী কমিটির, ১৯নং সমিতিরহাট ০২ওয়ার্ড শাখার উদ্যেগে আজ ১৩ডিসেম্বর বাদে যোহর হতে আকবর আলী চৌধুরী শাহী জামে মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গণে মোহাম্মদ বেলাল উদ্দিন হাশেমী’র ও অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ জয়নাল আবেদীন’র সঞ্চালনায় ও আকবর আলী চৌধুরী শাহী জামে মসজিদের খতিব, মাওলানা নাসির উদ্দিন আল কাদেরীর সভাপতিত্বে পবিত্র জশনে ঈদে মিলাদুন-নবী (সা:) এবং ওরছে গাউসুল আজম জিলনী ও ইমাম হাশেমী (রহ:) ‘র স্মরণে ৪র্থ তম এক আজিমুশ্শান সুন্নি সম্মেলন অনুষ্টিত হয়।
উক্ত মাহফিলে উদ্বোধক ছিলেন, চট্রগ্রাম জজ কোর্টের আইনজীবী, এডভোকেট এস.এম অহিদুল্লাহ্। প্রাধন অতিথি ছিলেন ১৯নং সমিতিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ হারুন-অর-রশিদ (ইমান)।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের চেয়ারম্যান, আন্তর্জাতিক খ্যাতি-সম্পন্ন মুফাসসিরে কোরআন, পীরে তরিকত মুজাহিদে মিল্লাত হযরতুলহাজ্ব আল্লামা আবুল কাশেম নুরী (মা: জি: আ:)। মেহমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন, গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ম আহবায়ক, হযরতুলহাজ্ব মাওলানা কাযী মুহাম্মদ জিয়া উদ্দিন হাশেমী (মা: জি: আ:)। এইসময়ে বিশেষ আলোচক হিসাবে উপস্তিত ছিলেন,আলী মুহাম্মদ খালিফার জামে মসজিদের খতিব মাওলা ফারহাদুল ইসলাম (মা: জি: আ:)। এই সময়ে আরো উপস্তিত ছিলেন, ১৫নং রোসাংগিরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, মুহাম্মদ আলাউদ্দিন আহমেদ ও হাদী বাদশা আউলিয়া দরবার শরীফের নায়েবে মুনতাজেম, মাওলানা সৈয়দ সেলিম উদ্দিন শাহ্ আল-হাদী।
এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্র সংগঠনের সভাপতি, ইরফান চৌধুরী, অর্থ সম্পাদক আসিফ, মুস্তাফা, মুহাম্মদ আবু ছালেক,মুহাম্মদ নঈম, মুহাম্মদ আরফাত, মুহাম্মদ হানিফ, মুহাম্মদ নঈমউল্লাহ,মুহাম্মদ আবু সাহেদ, মুহাম্মদ তাছিন,মুহাম্মদ মিজান,মুহাম্মদ রাকিব, মুহাম্মদ সাকিব, হাফেজ সাজ্জাদ, মুহাম্মদ জোবাইদ ও রিজোয়ান সহ সংগঠনের সকল সম্পাদক ও সদস্য উপস্তিত ছিলেন। মাহাফিলের শেষে দেশবাসীর শান্তি কামনায় দোয়া মোনাজাত ও তবররুক বিতরণ করা হয়।