নিজস্ব প্রতিনিধি//কুষ্টিয়ায় স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে এবং জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে ভোলা জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।
ভোলা পৌর সভার মেয়র ও যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মনির নেতৃত্বে ২য় দিনের মতো ভোলা পৌর সভার জেলা আওমীলীগের পাটি অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিল টি বের হয়।
মিছিল শেষে সমাবেশে সভাপতি ও প্রধান অতিথির বক্তব্য এ পৌর মেয়র ও জেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মনির বলেন বাংলার ঐতিহ্য-অহংকার নিয়ে যারা ছিনি-মিনি খেলতে চায় তাদের বিচার হবে এই বাংলাদেশের মাটিতেই।
তিনি বলেন যারা রাতের অন্ধকারে এমন ধৃষ্টতা দেখায়, তাদেরকে প্রকাশ্য দিবালোকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা বাংলাদেশ যুবলীগ ভোলা জেলা । দেখতে চাই সেই সব রাজাকার আলবদরদের যারা তাদের এজেন্ডা বাস্তবায়নে বদ্ধপরিকর।
বাংলাদেশ যুবলীগ ভোলা জেলা শাখা এ সব যড়যন্ত্র কারীদের রাজপথেই মোকাবেলা করেছে ও ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ।
এসময় তিনি কঠোর হুশিয়ারি বার্তা প্রদান করেন বলেন ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতাকে ধরে রাখার জন্য বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে আজ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ঐক্যবদ্ধ আছি। জননেত্রী শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে যেখানে ষড়যন্ত্র সেখানেই কঠোর জবাব দিবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।