নিজস্ব প্রতিনিধিঃশেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।বাউফল পৌর আওয়ামীলীগের উদ্যোগে মুজিববর্ষের আলোচনা সভায় প্রধান অতিথি আ.স.ম ফিরোজ এমপি এসব কথা বলেন।
বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েলের নাটকীয় মামলায় ৯বছর যাবৎ ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত রয়েছেন পৌরবাসী। জনগণের উপর তাঁর আস্থা নেই। তাই নাটক সাজিয়ে নির্বাচন বন্ধ রেখেছেন তিনি।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকালে আওয়ামীলীগের নেতা কর্মীরা বক্তব্যে এসব কথা বলেন ।
পৌর আওয়ামীলীগ সভাপতি ও নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম ফারুকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এনায়েত খাঁন সানার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি।
বিশেষ অতিথির বক্তৃতায় উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার বলেন- জুয়েল কালো টাকার বিনিয়ম মেয়র নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হয়ে লুটতরাজ করেন তিনি। এখন লুটতরাজের স্বাদ ভুলতে পরেনি। নির্বাচনে যদি না হতে পারে তাহলে লুটতারাজের স্বাদ কোথায় পাবে। তাই নাটক সাজিয়ে নির্বাচন বন্ধ করে রেখেছেন।
মোতালেব হাওলাদার আরও বলেন- মেয়র জুয়েলকে আমি আওয়ামীলীগ স্বীকৃতি দেই নি। তিনি যদি আওয়ামীলীগ হতেন তাহলে তো আওয়ামীলীগ নেতা-কর্মীদের উপর হামলা করতে পারতেন না এবং আওয়ামীলীগ কর্মীদের খুন করতে পারে না।
উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক ও কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ বলেন- প্রকাশ্য দিবালোকে মেয়রের নির্দেশে যুবলীগ নেতা তাপস দাসকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা খুনি’দের ফাঁসি চাই।
আলোচনা সভার সভাপতি ইব্রাহিম ফারুক বলেন,মেয়র জিয়াউল হক জুয়েল পিছনের দরজা দিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তাই নির্বাচত পরিচালনা করতে ভয় পায়। এত ভয় কিসের। নির্বাচন হোক। দেখি মানুষ কাকে ভোট দেয়।
সভায় আরও বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন, সাবেক ভাইস -চেয়ারম্যান সামসুল আলম মিয়া, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি হুমায়ন কবির, আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা কালাম খাঁন, পৌর আওয়ামীলীগ সাবেক সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া পান্নু, মহিলা ভাইস-চেয়ারম্যান মরিয়ম নিশু, জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ, উপজেলা যুবলীগ সাংগঠিনক সম্পাদক ইব্রাহিম খলিল, স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম, পৌর যুবলীগ সভাপতি মামুন খাঁন, সাবেক ছাত্রলীগ সভাপতি রুবেল মাহমুদ, সাবেক সম্পাদক সামসুল কবির নিশাত, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি নিয়াজ মোর্শেদ প্রমূখ।