বুড়িমারী স্থালবন্দরের বিভিন্ন সমস্যা এবং স্থালবন্দরের স্টেক হোল্ডার গণের সথে মতবিনিময় সভায় প্রধান হিসাবে বক্তব্য রাখার ইচ ই মোহাম্মদ ইমরান , ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার।
আরো বক্তব্য রাখেন আবিদা সুলতানা, পুলিশ সুপার লালমনিরহাট। মোহাম্মদ মাহফুজুল ইসলাম ভূঞ্চা, উপপরিচালক বুড়িমারী স্থালবন্দর, রুহল আমিন বাবুল, চেয়ারম্যান পাটগ্রাম উপজেলা পরিষদ, কামরুন নাহার উপজেলা নির্বাহী অফিসার পাটগ্রাম, সুমন কুমার মোহন্ত আসি পাটগ্রাম থানা প্রমূখ।
নিশাত চেয়ারম্যান বুড়িমারী তিনি বলেন , স্থলবন্দর আমদানিকারক এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান বুড়িমারী ইউনিয়ন পরিষদ নেওয়াজ নিশাত,, বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইমরানের কাছে বিনীত ভাবে অনুরোধ করে একমাত্র বুড়িমারী স্থলবন্দরে স্থল ও রেলপথ দুটো কাগজে কলমে গেজেট মাত্র ৬০০ মিটার এর রেল সংযোগ দিলে আমরা ওয়াগন এর মাধ্যমে পণ্য আমদানী করলে ব্যবসার পরিধী ও সরকারের রাজস্ব আরও অনেক গুন বৃদ্ধি পাবে।
সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম ( ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক লালমনিরহাট। আয়োজনে জেলা প্রশাসক লালমনিরহাট। বুড়িমারী স্থালবন্দরের মিটিং শেষে তিন বিঘা করিডোর পরিদর্শন করেন ভারতের নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান