পুনম শাহরীয়ার ঋতু,ঢাকা:গাজীপুরের কালিয়াকৈরে পল্লী বিদ্যুৎ এলাকার এপেক্স ফুটওয়্যার লিঃ এর সামনে তাকওয়া পরিবহন ও পলাশ পরিবহন দুই বাসের সংঘর্ষে শিশুসহ আহত হয়েছে দুইজন বুধবার সকালে নবীনগর টু চান্দনা চৌরাস্তা গামী পলাশ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস এপেক্স ফুটওয়্যার সামনে দাঁড়িয়ে থাকলে পিছন থেকে চন্দ্রা টু চান্দনা চৌরাস্তা গামী তাকাওয়া পরিবহন (জ-১১-০১৩৯) একটি যাত্রীবাহী বাস পিছন থেকে ধাক্কা দিলে শিশু সহ দুইজন আহত হয় তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেয়া।এই ঘটনা ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ তবে তাকওয়া পরিবহনের চালক আটক করা সম্ভব হয়নি ।সালনা হাইওয়ে থানার এসআই ফজলুর রহমান জানান আমরা ঘটনাস্থল থেকে বাসটিকে আটক করেছি তবে চালককে আটক করতে পারিনি আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং চালককে আটক করার চেষ্টা চলছে।
ঋতু, আএসবিডি