মোঃ তৌহিদ আলম লালমনিরহাট প্রতিনিধি:
পাটগ্রামে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তরে ২০২০-২১ অর্থ বছরের রবি মৌসুমের কৃষি প্রনোদনা পুনর্বাসন কর্মসুচীর আওতায় এসব বিতরণ করা হয়।
উপজেলা নিবার্হী অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোতাহার হোসেন এমপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন বাবু, পৌর মেয়র শমসের আলী পাটগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায়, মহিলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান নিলু , উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল গাফফার, মৎস্য অফিসার দ্বীন মোহাম্মদ ।
আলোচনা সভা শেষে উপজেলার ৫০৪৫ জন কৃষকের মাঝে গম,ভূট্টা,সরিষা,বোরো,চিনাবাদা, সূর্যমূখী,পেঁয়াজ,মসুর খেসারি,মরিচ, টমেটো ও রাসায়নিক সার তুলে দেওয়া হয়।