আমতলী(বরগুনা) প্রতিনিধিঃ
সরকারী ভাবে ধানচাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পযার্য়ে কৃষক সংঘটনের প্রতিনিধিদের সম্পৃক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে মঙ্গলবার বিকাল ৪টায় আমতলী উপজেলা আওয়ামীলীগ দলীয় কাযার্লয়ে উপজেলা কৃষকলীগের সভাপতি মো. আলতাফ হোসেন হাওলাদারের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক বরগুনার সিনিয়র সাংবাদিক মোঃ মোস্তফা কাদের।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন মোল্লা, উপজেলা যুবলীগ সভাপতি জি এম ওসমানী হাসান, যুবলীগের সাধারন সম্পাদক মোঃজাহিদ দেওয়ান, পৌর যুবলীগের সভাপতি বরগুনা জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মোঃ আরিফ উল হাসান আরিফ, জেলা কৃষক লীগের তথ্য গবেষনা সম্পাদক মোঃ আসাদুজ্জামান, উপজেলা কৃষকলীগের সহসভাপতি মোঃ শহিদ মোল্লা, হলদিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ কবির হোসেন হাওলাদার প্রমুখ।
সরকারী ভাবে ধানচাল ক্রয় কমিটিতে কৃষক সংঘটনের প্রতিনিধি সম্পৃক্ত করায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে উপজেলা কৃষক লীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানায়।।